Loksabha Election 2024: প্রকাশ রাজ কি বিজেপিতে যোগ দিচ্ছেন? কী জানালেন জনপ্রিয় অভিনেতা
জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) কি বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন? গত কয়েক ঘণ্টায় এমনই একটি প্রশ্নে তোলপাড় শুরু হয়। ৪ এপ্রিল একটি ট্য়ুইটার হ্যান্ডেলের তরফে দাবি করা হয়, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। বৃহস্পতি দুুপুর ১২.৫৫ নাগাদ ওই ট্য়ুইট করা হয়। জানানো হয় ওইদিন দুপুর ৩টে নাগাদ প্রকাশ রাজ গেরুয়া শিবিরে যোগ দেবেন। অপরিচিত ট্যুইটার হ্যান্ডেলের তরফে ওই ট্যুইট করার ঠিক ২ ঘণ্টা পর প্রকাশ পালটা উত্তর দেন। প্রকাশ রাজ বলেন, তিনি যাতে বিজেপিতে যোগ দেন, এমন চেষ্টা হয়েছে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি মনে করে। তবে তাঁকে কেনার মত ধনী (আদর্শগতভাবে ধনী) তাঁরা নন। এ বিষয়ে তাঁর অনুরাগীদের কী মত বলেও প্রশ্ন করেন প্রকাশ রাজ।
দেখুন কী লিখলেন অভিনেতা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)