Loksabha Election 2024: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ অধরা, হেমন্ত সোরেনের বউদি সীতা যোগ দিলেন বিজেপিতে
হেমন্ত সোরেনের (Hemant Soren) বউদি সীতা (Sita Soren) যোগ দিলেন বিজেপিতে(BJP)। দিল্লিতে জে পি নাড্ডার হাজিরায় প্রয়াত নেতা দুর্গা সোরেনের স্ত্রী সীতা সোরেন যোগ দেন গেরুয়া শিবিরে। সূত্রের খবর, হেমন্ত সোরেনের গ্রেফতারির পর যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে চম্পই সোরেনকে বসানো হয়, তা নিয়ে সীতা অসন্তুষ্ট। গত ১৪ বছর ধরে তিনি দলের জন্য কাজ করছেন। কিন্তু প্রাপ্য সম্মান তিনি পাননি। সেই কারণে তিনি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডাদের নেতৃত্বে কাজ করে তিনি নিজের মনোবল ফেরৎ পাবেন। ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য তিনি কাজ করতে চান। তাঁদের জন্য কাজ করে ঝাড়খণ্ডে বদল আনতে চান বলেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান সীতা সেরেন।
আরও পড়ুন: Hemant Soren: ১ দিনের বিচারবিভাগীয় হেফাজতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
শুনুন কী বললেন সীতা সোরেন...