Loksabha Election 2024: 'কাচাথিভু দ্বীপে কারা বসবাস করেন?' দিগ্বিজয়ের মন্তব্যের পর পালটা কটাক্ষ কঙ্গনার
লোকসভা নির্বাচনের আগে কাচাথিভু (Katchatheevu) দ্বীপ নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়েছে। এসবের মধ্যেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে কার্যত কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কাচাথিভু দ্বীপ নিয়ে দিগ্বিজয় সিংকে (Digvijaya Singh ) প্রশ্ন করা হলে, তিনি পালটা প্রশ্ন করেন। কাচাথিভু নামের ওই দ্বীপে কেউ বসবাস করেন কি না, সে বিষয়ে প্রশ্ন করেন দিগ্বিজয় সিং। কংগ্রেস নেতার ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেন কঙ্গনা। মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত বলেন, 'আকসাই চিনকে বন্ধা জমি বলা জওহরলাল নেহেরু চিন্তা কংগ্রেসে এখনও জীবিত আছে। কাচাটিভু দ্বীপ নিয়ে দিগ্বিজয় সিংয়ের বক্তব্য সেই একই চিন্তার প্রতিফলন। এই মানসিকতার কারণে ভারতের প্রত্যন্ত অঞ্চলে কংগ্রেস সরকার উন্নয়ন করতে পারেনি বলে আক্রমণ করেন কঙ্গনা রানাউত।'
আরও পড়ুন: Katchatheevu Row: 'কাচাথিভু বিতর্ক তৈরি করেছে কংগ্রেস, লুকিয়েছে ডিএমকে', আক্রমণ বিজেপির শেহজাদের
দেখুন ভিডিয়ো...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)