Prince Paswan: ধর্ষণের অভিযোগে দিল্লিতে গ্রেফতার এলজিপি সাংসদ প্রিন্স পাসওয়ান

বিহারের লোক জনশক্তি পার্টির সাংসদ প্রিন্স পাসওয়ানকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বিহারের সমস্তিপুরের সাংসদ প্রিন্স পাসওয়ান সম্পর্কে হলেন চিরাগ পাসওয়ানের পিসতুতো ভাই। তিন মাস আগে প্রিন্স পাসওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে দিল্লির কন্নট প্যালেস থানার দ্বাররস্থ হয়েছিলেন।

Rape (Photo Credits: Pxhere)

বিহারের লোক জনশক্তি পার্টির (LJP) সাংসদ প্রিন্স পাসওয়ান (Prince Paswan) কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। বিহারের সমস্তিপুরের সাংসদ প্রিন্স পাসওয়ান সম্পর্কে হলেন চিরাগ পাসওয়ানের (Chirag Pawan) পিসতুতো ভাই। তিন মাস আগে প্রিন্স পাসওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে দিল্লির কন্নট প্যালেস থানার দ্বাররস্থ হয়েছিলেন। সেই অভিযোগের পর আদালতের নির্দেশে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। আজ এই এলজিপি সাংসদকে গ্রেফতার করা হল। ধর্ষণের অভিযোগ আনা সেই মহিলা এলজিপি কর্মী। তাঁর অভিযোগ ছিল, অচৈতন্য অবস্থায় তাঁকে ধর্ষণ করেছিলেন দলীয় সাংসদ প্রিন্স পাসওয়ান। অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স। আরও পড়ুন: খনি থেকে ৮.২২ ক্যারেটের দুর্লভ হীরের খোঁজ পেলেন মধপ্রদেশের হীরে শ্রমিক

দেখুন পিটিআই-য়ের টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now