Cyclone Yaas: ঘূর্ণিঝড় য়াসের কারণে বাতিল যেসব ট্রেন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় য়াস (Cyclone Yaas)। এই কারণে রেলমন্ত্রক থেকে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করা হল। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ২৬ মে-র নিউ জলপাইগুড়ি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল (02611,02612)। শিলচর, কামাক্ষা, তিনসুকিয়া, গুয়াহাটি-অসমেরও বহু ট্রেন বাতিল করা হয়েছে। আবহাওয়া দফতরের (IMD) খবর অনুযায়ী, ২৬ মে দুপুরের পর য়াস স্থলভাগে আছড়ে পড়তে পারে। ফলে তার জেরে ২৬ মে দুপুরের পর থেকে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় য়াস (Cyclone Yaas)। এই কারণে রেলমন্ত্রক থেকে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হল। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ২৬ মে-র নিউ জলপাইগুড়ি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল (02611,02612)। শিলচর, কামাক্ষা, তিনসুকিয়া, গুয়াহাটি সহ অসমেরও বহু ট্রেন বাতিল করা হয়েছে। আবহাওয়া দফতরের (IMD) খবর অনুযায়ী, ২৬ মে দুপুরের পর য়াস স্থলভাগে আছড়ে পড়তে পারে। ফলে তার জেরে ২৬ মে দুপুরের পর থেকে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোনও কোনও জায়গায় সেই হাওয়ার দাপট ১১০ কিলোমিটারও হতে পারে প্রতি ঘণ্টায়। ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে সমস্ত ধরনের ব্যবস্থা যাতে করা যায়, সে বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।