Leopard Attack: লোকালয়ে চিতা, রাতের অন্ধকারে বাঘের হানায় ছড়াল আতঙ্ক, দেখুন ভিডিয়ো

তবে দৌড়ের সঙ্গে পেরে ওঠে না সে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর এই ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবে আতঙ্কে এলাকাবাসীরা।

সিসিটিভি ফুটেজ (ছবিX)

নয়াদিল্লিঃ ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ১১ টা। রাত জেগে প্রভুর বাড়ি পাহারা দিচ্ছে পোষ্য কুকুর(Pet Dog)। আচমকাই তার উপর ঝাঁপিয়ে পড়ল মস্ত বড়ো চিতাবাঘ(Leopard)। এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) পুনের(Pune) জুন্নার তহসিলের ওয়ারুলওয়াদি এলাকায়। শনিবার রাতে লোকালয়ে ঢুকে পড়ে চিতাটি। বাড়ির সামনে বসে থাকা একটি পোষ্যকে মুখে নিয়ে পালায় সে। চিতাবাঘটির পিছন নেয় একটি কুকুর। তবে দৌড়ের সঙ্গে পেরে ওঠে না সে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর এই ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবে আতঙ্কে এলাকাবাসীরা।

Leopard Attack Caught On Camera, Pet Dog Falls Prey In Pune https://t.co/73LDazhT1a pic.twitter.com/ozfhLWRQhs

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now