Income Tax Return: ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখ ঘোষনা করল আয়কর দফতর

নির্ধারিত দিনে মধ্যেই ট্য়াক্স জমা না দিলে পড়তে হতে পারে সমস্যায়

Income Tax Department | Representational Image | (Photo Credits: PTI)

ট্যাক্স রিটার্ন ফাইলের ক্ষেত্রে শেষ দিন ঘোষনা করল আয়কর দফতর। ২০২০-২১ বর্যে যারা এখনও আয়কর জমা দেননি তাদের ক্ষেত্রে ৩১.০৩.২৩ এর মধ্যে তা দিতে বলা হয়েছে।

এছাড়া ২০২১-২২ এবং ২০২২-২৩ এর ক্ষেত্রেও বেশি ট্যাক্স না দিতে চাইলে ৩১.০৩.২৩ তারিখের মধ্যে দিতে বলা হয়েছে আয়কর দফতরের তরফে।

আর এই বিষয়ে বিশদ জানতে  সেকশন 139(8A) of IT Act, 1961 ধারাও দেখে নেওয়ার জন্য বলা হয়েছে আয়কর বিভাগের তরফে।