Kuwait Fire Incident: কুয়েতের আহত শ্রমিককদের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং এর, মৃত্যু বেড়ে হল ৪২
গত বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানীর দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। যে আবাসনটিতে আগুন লাগে সেগুলোতে মূলত থাকতেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়।
গত বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানীর দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। যে আবাসনটিতে আগুন লাগে সেগুলোতে মূলত থাকতেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪৯ জনের যাদের মধ্যে ৪২ জন ভারতীয়। হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রায় ৫০ জনকে। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। কুয়েতের কিছু স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গ্যাস লিক হওয়ার কারণেই এই বিপর্যয়। এই ঘটনায় ইতিমধ্যেই কুয়েতে পৌছছেন কেন্দ্রীয় মন্ত্রীকীর্তি বর্ধন সিং | তিনি জাবের হাসপাতালে ভর্তি ছয়জন আহত ভারতীয়ের সঙ্গে দেলজপ্যা দেখা করেছেন।