Kozhikode Train Fire Incident: কোঝিকোড় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রের খবর, আলাপুরা-কান্নুর এক্সপ্রেসের ডি১ কোচে বিবাদে জড়িয়ে পড়েন দুই যাত্রী। তারপর আচমকাই কয়েকজন যাত্রীকে লক্ষ্য করে দাহ্য তরল স্প্রে করে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত।

Kerala Train Fire Photo Credit: Twitter@Thheprofessor

কোঝিকোড় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করল পুলিশ।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং মহারাষ্ট্র এ টি এস-  এর একটি যৌথ দল মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে কোঝিকোড় ট্রেনে আগুনের ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কেরালা পুলিশের একটি দলও রত্নাগিরিতে পৌঁছেছে এবং অভিযুক্তকে  শীঘ্রই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র এ টি এস।

রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ভয়াবহ এই  ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, আলাপুরা-কান্নুর এক্সপ্রেসের ডি১ কোচে বিবাদে জড়িয়ে পড়েন দুই যাত্রী। তারপর আচমকাই কয়েকজন যাত্রীকে লক্ষ্য করে দাহ্য তরল স্প্রে করে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। দেখতে-দেখতেই আগুন ছড়িয়ে পড়ে কামরার একটা বড় অংশে। যার জেরে অন্তত ন'জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে খবর। পরে রেললাইনের ধারে তিনটি আধপোড়া দেহ মেলে।