Kerala Rain: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, ছড়াচ্ছে আতঙ্ক
মঙ্গলবার রাত থেকে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় আলাপুজা, কান্নুর এবং ইদুক্কি জেলার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নয়াদিল্লিঃ কেরলে (Kerala) এসেছে বর্ষা (Monsoon)। আগেই ভারী বৃষ্টিপাতের )Heavy Rain) পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। জারি করা হয় লাল সতর্কতা (Red Alert)। মিলে গিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অবিরাম বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে গাছ,ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। নদীতে বাড়ছে জলস্তর। ত্রিশুর এবং এর্নাকুলামের জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এ ছাড়া, মঙ্গলবার রাত থেকে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় আলাপুজা, কান্নুর এবং ইদুক্কি জেলার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই খবরটিও পড়ুনঃ নাগাড়ে বৃষ্টির জের,হিমাচলের নাহানে ভূমিধস, আটকে বহু পর্যটক