Kerala: কেরালার আলাপুঝায় উদ্বোধনের দিনেই পঞ্চায়েত সদস্যদের নিয়ে ডুবে গেল বহনকারী ভেলা, হতাহতের কোন খবর নেই (দেখুন ভিডিও)

গতকাল নির্বিঘ্নে ভেলাটি একপাশ থেকে অন্য দিকে যাত্রা শুরু করে, তবে ফেরার পথে আরও বেশি লোক উঠার কারণে ভেলাটি উল্টে গিয়ে জলে ডুবে যায়।

Raft carrying panchayat members capsizes Photo Credit: Twitter@AsianetNewsEN

কেরালা: শুরু না হতেই বিপত্তি, কেরালার আলাপুঝায় একটি পুকুর পারাপারের জন্য ভেলা পরিষেবার উদ্বোধনের দিনেই পঞ্চায়েত সদস্যদের নিয়ে ডুবে গেল বহনকারী ভেলা।  গতকাল (২৮.১১.২০২৩) মঙ্গলবার এই ঘটনা ঘটে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কারুভাট্টা পঞ্চায়েতের সভাপতি, সহ-সভাপতি এবং স্থানীয়রা। এরপর তাঁরাই ওই ভেলায় চড়ে বসলে হঠাৎই তা উলটে যায়। সামান্য চোট লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চারটি ব্যারেল যুক্ত করে এবং এতে একটি প্ল্যাটফর্ম সুরক্ষিত করে তৈরি করা হয়েছিল ভেলাটি। ভেলার পরিষেবা প্রদান করতে একটি জমি পঞ্চায়েত সভাপতির ওয়ার্ডে এবং অন্য জমিতে ভাইস প্রেসিডেন্টের ওয়ার্ডে তৈরি করা হয়েছে। গতকাল নির্বিঘ্নে ভেলাটি একপাশ থেকে অন্য দিকে যাত্রা শুরু করে, তবে ফেরার পথে আরও বেশি লোক উঠার কারণে ভেলাটি উল্টে গিয়ে জলে ডুবে যায়।ঘটনার সময় পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতির মোবাইল ফোনটি জলে পড়ে যায়।

দেখুন সেই ঘটনার ভিডিও-