Karnataka: ছেলেকে স্কুলবাসে তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হলেন মা, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বহু প্রাণ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন ভাগ্যশ্রী। এমন ভয়ানক দৃশ্য দেখে ছুটে আসেন আশেপাশের মানুষজন। স্কুলবাস থেকে নিরাপদে খুদে পড়ুয়াদের উদ্ধার করা গিয়েছে।

Woman injured as live wire hits school bus (Photo Credits: X)

ছেলেকে স্কুলবাসে তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট (Electrified) হলেন মা। গুরুতর জখম অবস্থায় তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। সোমবার কর্ণাটকের (Karnataka) কালাবুর্গিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহু প্রাণ। রোজকারের মত সোমবারও ছেলেকে স্কুল বাসে তুলে দেবেন বলে দাঁড়িয়ে ছিলেন ভাগ্যশ্রী। বাস আসতে ছেলেকে তুলে দেন তিনি। আর ঠিক তখনই মহিলার সামনে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন ভাগ্যশ্রী। এমন ভয়ানক দৃশ্য দেখে ছুটে আসেন আশেপাশের মানুষজন। স্কুলবাস থেকে নিরাপদে খুদে পড়ুয়াদের উদ্ধার করা গিয়েছে। ভাগ্যশ্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাছের এক বেসরকারি হাসপাতালে। তাঁর হাত, পা, পেট প্রচণ্ডভাবে দগ্ধ হয়েছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)