Karnataka: জেলের মধ্যে বসেই মদ্যপান, বিলাসিতার এক ভিন্ন চিত্র, জেলকক্ষ থেকে উদ্ধার বিপুল নেশার সামগ্রী

মদ্যপান থেকে শুরু করে নেশার যাবতীয় সামগ্রী ঠিকই চলে আসছে বন্দিদের কাছে। কালাবুর্গির ওই জেলকক্ষে চারবন্দির একসঙ্গে বসে মদ্যপানের একটি ভিডিয়ো উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়।

Prisoners Drinking Alcohol, Smoking Inside Cell (Photo Credits: X)

অপরাধের সাজা ভোগার জন্যে দোষী সাব্যস্ত কোন ব্যক্তিকে জেলে পাঠানো হয়। জেলের অন্ধকার জীবন যাতে ওই ব্যক্তিকে বাইরের জগতের আলোর মর্ম বোঝাতে পারে। কিন্তু জেলের মধ্যেই যদি বিলাসিতার হদিস মেলে তাহলে আর সাজার মাশুল গুনতে হয় না। তেমনই এক চিত্র ধরা পড়ল কর্ণাটকের (Karnataka) কালাবুর্গি সেন্ট্রাল জেলে। যেখানে জেলকক্ষে বন্দিরা মজায় দিন কাটাচ্ছেন। মদ্যপান থেকে শুরু করে নেশার যাবতীয় সামগ্রী ঠিকই চলে আসছে বন্দিদের কাছে। কালাবুর্গির ওই জেলকক্ষে চারবন্দির একসঙ্গে বসে মদ্যপানের একটি ভিডিয়ো উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। জেলকক্ষ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সিগারেট, তামাক, গুটকার প্যাকেট। জেলের মধ্যে দোষীরা মোবাইল ফোনও ব্যবহার করতেন বলে জানা গিয়েছে। এত কিছুর মাঝে প্রশ্নের মুখে  কালাবুর্গি সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ।

জেলের মধ্যেই বিলাসিতা, মদ্যপান থেকে নেশাভান কিছুই বাদ নেই...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement