Karnataka Income Tax Raid: নির্বাচনের আগেই কর্ণাটকে কংগ্রেস প্রার্থীর ভাইয়ের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের
নির্বাচনের আগেই বেছে বেছে বিরোধীদেরকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের
কর্ণাটকে নির্বাচন ১০ মে । তার আগে রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে দেশের আয়কর বিভাগ। বুধবার কংগ্রেসের প্রার্থী অশোক কুমার রায়ের ভাই শুব্রামান্য়া রায়ের বাড়িতে তল্লাশি চালায় আয়কর বিভাগ।মাইসুরুর বাড়িতে চালানো হয় তল্লাশি।
নির্বাচনের আগে ইডি, আয়কর বিভাগ এবং সিবিআইকে কাজে লাগিয়ে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এমনটাই অভিযোগ জানিয়ে আসছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে বিজেপি। দলের প্রধান মুখকে সামনে নিয়ে আসা হয়েছে। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীও নেমেছেন প্রচারে। ভোটের আগে দুই দলের তরফেই দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। এখন কার দখলে থাকবে কর্ণাটকের বিধানসভা, সেটাই দেখার বিষয়।