Karnataka: করোনা কালে ২ হাজার কোটির দুর্নীতি করেছে বিজেপি সরকার, দাবি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
মুডা জমি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ক্রমশ ইডি-র জাল নেমে আসছে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবার দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পাল্টা দিলেন। সিদ্দারামাইয়া বললেন,"বিজেপি যখন দুর্নীতির ইস্যু নিয়ে কথা বলে হাসি পায়।
মুডা জমি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ক্রমশ ইডি-র জাল নেমে আসছে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) এবার দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পাল্টা দিলেন।
সিদ্দারামাইয়া বললেন,"বিজেপি যখন দুর্নীতির ইস্যু নিয়ে কথা বলে হাসি পায়। করোনা কালে কর্ণাটকে বিজেপি ২ হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত। করোনার সময় স্বাস্থ্যপরিষেবা সংক্রান্ত নানা ধরনের জিনিস কেনায় বড়মাপের দুর্নীতি করেছে ইয়েদুরাপ্পার সরকার। তা নিয়ে অবসরপ্রাপ্ত জাস্টিস মাইকেল কুনহা-র নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিশনের রিপোর্ট এখনও হাতে আসেনি। সত্যিটা সামনে আসবে। বিজেপি যতই অস্বীকার করুক, সত্য়িটা সামনে এলে সবটা পরিষ্কার হয়ে যাবে। কমিশনের রিপোর্টটা সামনে আসতে দিন, তারপর ক্যাবিনেটে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।"
বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সিদ্দারামাইয়ার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)