Kargil Earthquake: রাতে কাঁপল কার্গিল, লাদাখে ৫.২ মাত্রার ভূমিকম্প

সোমবার রাতে কেঁপে উঠল কার্গিল। ৫.২ মাত্রার কম্পনে কার্গিলে আতঙ্ক ছড়ালো। ভূমিকম্পটির উতপত্তিস্থল ছিল লাদাখ কার্গিলের উত্তর পশ্চিমে ১৪৮ কিমি দূরে।

Earthquake In India Photo Credit: Twitter@NCS_Earthquake

Kargil Earthquake: সোমবার রাতে কেঁপে উঠল কার্গিল (Kargil)। ৫.২ মাত্রার কম্পনে কার্গিলে আতঙ্ক ছড়ালো। ভূমিকম্পটির উতপত্তিস্থল ছিল লাদাখ (Ladakh) কার্গিলের উত্তর পশ্চিমে ১৪৮ কিমি দূরে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উতপত্তিস্থল। এদিন রাত ৯টা ৩৫মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের আতঙ্কে প্রচন্ড ঠান্ডার মধ্যেও স্থানীয় মানুষরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

আপাতত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। সাম্প্রতিককালে বেশ কয়েকবার কার্গিল, লাদাখে ভূমিকম্পের ঘটনাটা ঘটছে।

দেখুন খবরটি