Kannada Actor Darshan: হাতে চা-সিগারেট, জেলের মধ্যে 'ভিআইপি' পরিষেবা খুনের অভিযোগে ধৃত অভিনেতার, ভাইরাল ছবি

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, জেলে পরিধিরির মধ্যে কোন এক ফাঁকা জায়গায় চেয়ার টেবিলে অন্য আসামিদের সঙ্গে খোশমেজাজে বসে রয়েছে খুনের অভিযোগে ধৃত অভিনেতা।

Kannada Actor Darshan Gets VIP Treatment Inside Jail (Photo Credits: X)

অপরাধীকে তার অপরাধের সাজা হিসাবে আদালত হাজতবাসের নির্দেশ দিয়ে থাকে। যাতে পরিবার পরিজন ছেড়ে, সমাজ এবং সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে ছিন্ন হয়ে অপরাধী জেলের মধ্যে তার অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারে। কিন্তু কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপার (Darshan Thoogudeepa) ক্ষেত্রে উলটো চিত্র দেখা গেল। জেলের মধ্যে বেশ আরামেই রয়েছে অভিনেতা। বলা ভালো একেবারে 'ভিআইপি' পরিষেবা মিলছে। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কারাগারে রয়েছে দর্শন। জেলের মধ্যে থেকে ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, জেলে পরিধিরির মধ্যে কোন এক ফাঁকা জায়গায় চেয়ার টেবিলে অন্য আসামিদের সঙ্গে খোশমেজাজে বসে রয়েছে খুনের অভিযোগে ধৃত অভিনেতা। তাঁর এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে রয়েছে সিগারেট। উল্লেখ্য, ৩৩ বছরের এক তরুণীকে খুনের অভিযোগে গত জুন মাসে অভিনেতা দর্শন গ্রেফতার হয়েছিল।

জেলের মধ্যে অভিনেতার 'ভিআইপি' পরিষেবা... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now