J&K: জম্মু কাশ্মীরের ববিয়াই পথ দেখাল, টিকার বাঁধনে গোটা গ্রাম

ছবি এএনআই

গোটা গ্রামের মানুষের টিকাকরণ হয়েছে। জম্মু কাশ্মীরের কাঠুয়ার ববিয়াই প্রথম গ্রাম, যেখানে ১০০ শতাংশ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে। ববিয়া গ্রামের ১৮ থেকে ৪৫, সব বয়সের মানুষকেই টিকা দেওয়া হয়েছে বলে জানান হিরানগর ব্লকের মেডিকেল অফিসার স্বামী সরণ। তিনি জানান, ববিয়া গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সেখানকার মানুষকে টিকা দেওয়া হয়েছে। সেই কারণেই ওই গ্রামের প্রত্যেককে টিকার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানান মেডিকেল অফিসার।