Jet Airways : আর্থিক তছরুপ মামলায় ইডি হেফাজত শেষে আদালতে হাজিরা জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের
১১ সেপ্টেমবর পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত
আর্থিক তছরুপের মামলায় ইডি হেফাজত শেষ হওয়ার পর আজ পিএমএলএ কোর্টে হাজিরা দিতে এলেন জেট এয়ারওয়েজের ফাউন্ডার নরেশ গোয়েল।
৫৩৮ কোটি টাকা আর্থিক তছরুপের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। কানারা ব্যাঙ্কের দুর্নীতি মামলায় নরেশ গোয়েল এবং তাঁর স্ত্রী অনিতা নরেশ গোয়েল, গৌরাঙ্গ আনন্দ শেট্টি এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। ইডির তরফেও শহরের বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয় নরেশ গোয়েলের আর্থিক তছরুপ মামলাকে কেন্দ্র করে।
মুম্বইয়ের স্পেশাল কোর্টের তরফে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতাকে ১১ সেপ্টেমবর পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়।সেই মামলায় আজ আবার মুম্বই কোর্টে হাজিরা দিলেন নরেশ গোয়েল।