Smriti Irani Fire's Fresh Salvo At Jagdish Shettar: পিছন থেকে আমাদের ছুরি মেরেছেন জগদীশ সেত্তার, পুরনো বন্ধুকে নিয়ে অভিযোগ স্মৃতি ইরানির
বিজেপি তাকে প্রার্থী না করায় তাঁর পুরনো কেন্দ্র হুবলি-ধারওয়াদে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার (Jagdish Shettar)।
বিজেপি প্রার্থী না করায় তাঁর পুরনো কেন্দ্র হুবলি-ধারওয়াদে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার (Jagdish Shettar)। সেই পুরনো বন্ধু জগদীশকে এবার আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কর্ণাটকে নির্বাচনী প্রচারে বিজেপির মন্ত্রী-সাংসদ স্মৃতি ইরানি বললেন, " কিছু দিন আগে আমাদের শিবিরের একজন (জগদীশ সাত্তার) পিছন থেকে ছুরি মেরেছেন এবং অন্য শিবিরে যোগ দিয়েছেন। মানুষ সবাটা জানে। আমি হুবলি-ধারওয়াদের মানুষকে বলতে চাই যারা তাদের ধর্ম, পরিবার বা আদর্শের সঙ্গে থাকতে পারে না, তারা কখনও মানুষের প্রতিনিধি হতে পারে না।"
এর আগে অমিত শাহ দাবি করেন, জগদীশ সেত্তার তাঁর কেন্দ্র হারাবেন, সেখানেই বিজেপির প্রার্থীই জিতবেন। আরও পড়ুন-মনোজ মোদীকে দেড় হাজার কোটির ২২ তলার অট্টালিকা উপহার মুকেশ আম্বানির
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)