Israel-Iran War: ট্রাম্পের আলোচনার প্রস্তাব ফিরিয়ে যুদ্ধের পথেই ইরান

ইরানের সঙ্গে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নামবে কি না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সপ্তাহ দুয়েক সময় চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আশা এর মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু ইরান সাফ জানিয়ে দিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনও প্রশ্নই নেই।

Israel-Iran War (Photo Credits: X)

Israel-Iran War: ইরানের সঙ্গে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নামবে কি না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সপ্তাহ দুয়েক সময় চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। ট্রাম্পের আশা এর মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু ইরান সাফ জানিয়ে দিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনও প্রশ্নই নেই। ইজরায়েলের ওপর ব্যালিস্টিক হামলা আরও বাড়ানো হবে বলেও ইরান হুমকি দিয়েছে। ইরান আলোচনায় সবতে রাজি না হওয়া, এবার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তেহরানে যুদ্ধ নামার সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে চলেছে। ইরানের বিদেশ মন্ত্রী জানালেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা বসার কথা প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।"

ট্রাম্প আগেই ইরানকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছিলেন, আত্মসমর্পণ কর, না হলে চরম খারাপ দিন অপেক্ষা করছে। এমনকী ইরানের সর্বময় নেতা বা সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনি-কে পরোক্ষাভাবে হত্যার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সব কথার কারণেই আমেরিকার সঙ্গে আর আলোচনার টেবিলে বসতে চায় না। ইউরোপের নেতারা এবার ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করছেন।

আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement