IndiGo: নজির গড়ে ৫০০টি বিমান কিনছে ইন্ডিগো
নজির গড়ে একসঙ্গে পাঁচশোটি বিমান কিনছে ভারতের জনপ্রিয় বানিজ্যিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো ( IndiGo)।
নজির গড়ে একসঙ্গে পাঁচশোটি বিমান কিনছে ভারতের জনপ্রিয় বানিজ্যিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো ( IndiGo)। ফ্রান্সের বিখ্যাত এয়ারবাস (Airbus) কোম্পানির থেকে ৫০০টি 'এ৩২০ ফ্যামিলি এয়ারক্রাফ্ট( A320 Family aircraft)অর্ডার দিল ইন্ডিগো। দুনিয়ার কোনও একটি কোম্পানির এটাই একসঙ্গে সবচেয়ে বেশী এয়ারবাস কেনার রেকর্ড বলে জানিয়েছে ইন্ডিগো। ২০৩০-৩৫-র মধ্যে তাদের অর্ডার করা সব এয়ারবাস ইন্ডিগো পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিগোর এখন ৩০০টি বিমান বা এয়ারক্র্যাফ্ট আছে।
দীর্ঘ ১৭ বছর ধরে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় বানিজ্যিক বিমান পরিষেবা দিচ্ছে ইন্ডিগো। দেশের ৭৫টি ও বিদেশের ২৬টি বিমানবন্দরে মেলে ইন্ডিগোর বিমান সফর পরিষেবা। প্রতিদিন ১০১টি গন্তব্যে ১৬০০টি বিমান চলে ইন্ডিগোর। ২০১১ সাল থেকে ইন্ডিগো ভারতের বিভিন্ন জায়গা থেকে বিদেশেও যাচ্ছে বিমান পরিষেবা চলছে।
দেখুন টুইট