INS Chennai Reached Somalia Coast: জলদস্যুদের কবল থেকে ভারতীয়দের ফেরাতে সোমালিয়া উপকূলে পৌঁছল ভারতের রণতরী, তৈরি মেরিন কমান্ডো MARCOS
সোমালিয়া (Somalia) উপকূলে আরব সাগর (Arabian Sea) থেকে যে জাহাজটিকে অপহরণ করা হয়,তার কাছে পৌঁছে গিয়েছে ভারতের (India) রণতরী। এম ভি লীলা নরফোক ত্যাগ করে যাতে জলদস্যুরা পালায়, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর তরফে। এম ভি লীলা নরফোক (MV Lila Norfolk ) থেকে ভারতীয় ক্রুদের উদ্ধারের জন্য প্রস্তুত আইএনএস চেন্নাই। ভারতের যে ক্রুরা নরফোকে রয়েছেন, তাঁরা প্রত্যেকে নিরাপদে বলে জানা যাচ্ছে। এম ভি লীলা নরফোকে যাত্রার জন্য আইএনএস চেন্নাইতে তৈরি বিমানও। যে কোনও মুহূর্তে অপারেশন শুরু হবে বলে খবর। শুধু তাই নয়, ভারতের ক্ষুরধার মেরিন কমান্ডো মারকোসও তৈরি এম ভি লীলা নরফোক থেকে উদ্ধার কাজ চালাতে।
দেখুন ট্যুইট...