India Metro Network: আমেরিকাকে ছাপিয়ে মেট্রো নেটওয়ার্কে বিশ্বে দ্বিতীয় হতে চলেছে ভারত

২০১৪ সালে ভারতে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক ছিল। শুধু কলকাতা আর দিল্লিতেই চলত মেট্রো।

Metro (Photo Credits: Pixabay)

লখনৌ থেকে বেঙ্গালুরু, চেন্নাই থেকে আমেদাবাদ। ভারতের বিভিন্ন শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে মেট্রো নেটওয়ার্ক। ২০১৪ সালে ভারতে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক ছিল। শুধু কলকাতা আর দিল্লিতেই চলত মেট্রো। সেখান থেকে এখন দেশের ২০টি শহরে ৮৯৫ কিলোমিটার পথে মেট্রো রেল ছুটে চলে। পাশাপাশি আরও বেশ কিছু শহরে ৯৮৬ কিমি পথে মেট্রো লাইনের কাজ চলছে। চলতি বছর দিল্লি, মুম্বই, কলকাতার বেশ কিছু জায়গায় মেট্রো রেল পরিষেবা শুরু হবে।

নবি মুম্বই, পুণে, কানপুর, আগ্রা, মিরাট, সুরাট ও ভোপালে মেট্রো রেল পরিষেবার জন্য লাইন পাতা ও অন্যান্য পরিকাঠামোগত কাজ চলছে। কলকাতায় হাওয়া ময়দান থেকে শিয়ালদহ, গড়িয়া থেকে এয়ারপোর্ট, জোকা থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সেগুলির পর আমেরিকা যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে মেট্রো রেল নেটওয়ার্কের বিস্তারের বিচারে দ্বিতীয় সেরা হবে ভারত।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now