Covid-19 Vaccination: দেশের ৯৭ শতাংশ নাগরিক করোনা টিকার প্রথম ও ৮৫% দ্বিতীয় ডোজ নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রক
দেশের সব মানুষকে করোনা টিকাকরণের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। ভারতের ৯৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ ও ৮৫% নাগরিক দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন।
দেশের সব মানুষকে করোনা টিকাকরণের (Covid Vaccination) পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত (India)। ভারতের ৯৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ ও ৮৫% নাগরিক দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন। কোভিড টিকাকরণ নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে এমন কথাই জানালেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পওয়ার (Dr.Bharati Pravin Pawar)। ভারতে করোনার দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমে গিয়েছে। তবে চিন সহ বেশ কিছু দেশে করোনার চতুর্থ ঢেউ শুরু হওয়া সতর্ক কেন্দ্রীয় সরকার। আরও পড়ুন: 'শ্রীলঙ্কার পরিস্থিতি উদ্বেগজনক, ভারতও সেই পথে হাঁটছে', মমতাকে সমর্থন করে সর্বদলের দাবি শিবসেনার
দেখুন টুইট