India-Canada Row: 'পরিস্থিতি এখনও অনুকূল নয়', কানাডিয়ানদের ভিসা ইস্যুতে মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে কিন্তু পরিস্থিতি এখনও অনুকূল নয়। সেই কারণে কানাডিয়ানদের জন্য ভিসা দেওয়ার কাজ ভারতের পক্ষে শুরু করার জন্য এখনও অনুকূল পরিবেশ মেলেনি। এমনই জানালেন কানাডায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভর্মা। একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে সঞ্জয় কুমার ভর্মা বলেন, যদি কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তা পরিবেশে উন্নতি হয় এবং সে বিষয়ে একটি ইতিবাচক লক্ষণ দেখা যায়, তাহলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কানাডায় ভারতীয়দের পরিস্থিতির উন্নতি হলে, পালটা কানাডিয়ান নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ব্যবস্থায় কিছুটা শিথিল করা যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে খালিস্তানিদের প্রতিবাদ, প্রতিরোধ কানাডায় অব্যাহত। ভারত বিরোধী কাডকর্ম কানাডায় অব্যাহত। তাই কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা শুরুর প্রক্রিয়ার সময় এখনও হয়নি বলে জানান ভারতী রাষ্ট্রদূত।