Uttarakhand: আসছে ভোট, উত্তরাখণ্ডে শুরু দলবদলের খেলা, নির্দল বিধায়ক প্রীতম সিং যোগ দিলেন বিজেপিতে
আর ক মাস পরেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে দেবভূমে দলবদলের খেলা শুরু হয়ে গেল। দলবদলের ভয়ে কংগ্রেস এখনই জানিয়ে দিল রাজ্যে তাদের যত বিধায়ক আছেন তারা সবাই টিকিট পাবেন। এর মধ্যেই উত্তরাখণ্ডের ধানলৌটির নির্দল বিধায়ক প্রীতম সিং পানওয়ার যোগ দিলেন বিজেপিতে।
আর ক মাস পরেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন (Uttarakhand Legislative Assembly election)। তার আগে দেবভূমে দলবদলের খেলা শুরু হয়ে গেল। দলবদলের ভয়ে কংগ্রেস এখনই জানিয়ে দিল রাজ্যে তাদের যত বিধায়ক আছেন তারা সবাই টিকিট পাবেন। এর মধ্যেই উত্তরাখণ্ডের ধানলৌটির নির্দল বিধায়ক প্রীতম সিং পানওয়ার (Pritam Singh Panwar) যোগ দিলেন বিজেপি (BJP) তে। ২০১৭ নির্বাচনে ৭০ আসনের উত্তরখাণ্ড বিধানসভায় কংগ্রেস জিতেছিল ৩২টি, বিজেপি ৩১টি, বিএসপি ৩টি ও দুটি কেন্দ্রে জেতেন নির্দল প্রার্থীরা। কিন্তু পরে দলবদলের খেলায় জিতে বিজেপি রাজ্যে গত পাঁচ বছর ক্ষমতায় আছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)