Haryana: গ্রামের মধ্যে রাতারাতি খুলে গেল মদের দোকান, স্থানীয় প্রশাসন, সরকারের বিনা অনুমতিতে দেদার বিক্রি হচ্ছিল মদ

দুধের দোকান খোলা হবে বলে জমি কিনেছিল অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি। তারপর সেই জায়গাতে দুধের বদলে বিক্রি হচ্ছে মদ।

দুধের দোকান খোলা হবে বলে জমি কিনেছিল অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি। তারপর সেই জায়গাতে দুধের বদলে বিক্রি হচ্ছে মদ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি (Rewari) এলাকার গ্রামে। জানা যাচ্ছে, পাশের গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি ওই গ্রামে এসে জমি কেনে। পঞ্চায়েতে তাঁরা জানায় যে এখানে দুধের ব্যবসা করবে। কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় এখানে দিনরাত মদ বিক্রি হচ্ছে। তারপরেই তাঁরা সরকারের দারস্থ হয়। শনিবার সকাল থেকেই গ্রামের মহিলারা মদের দোকানের সামনে প্রতিবাদ দেখায়। এলাকাবাসীদের দাবি, গ্রামের শিশু, মহিলা সকলে রাস্তায় বেরোয়। আর এরকম জায়গায় বেআইনিভাবে মদের দোকান খোলা হয়েছে। পরে অবশ্য পুলিশ এসে অস্থায়ী দোকানটিতে তালা ঝুলিয়ে যায়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)