Hyderabad Strange Incident: মদের নেশায় বাস চালককে সাপ ছুঁড়ে আক্রমণ এক মহিলার, অভিযুক্ত গ্রেফতার
আজব ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদের নল্লাকুন্ত বিদ্যা নগর। নল্লাকুন্টা থানার অন্তর্গত বিদ্যা নগরে মদের নেশায় আরটিসি-র একটি বাস থামানোর চেষ্টা করেন এক মহিলা।চালক বাস না থামিয়ে চলে যাওয়ায় রাগে বিয়ারের বোতল নিয়ে বাসে হামলা চালান ওই মহিলা।
আজব ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদের নল্লাকুন্ত বিদ্যা নগর। নল্লাকুন্টা থানার অন্তর্গত বিদ্যা নগরে মদের নেশায় আরটিসি-র একটি বাস থামানোর চেষ্টা করেন এক মহিলা।চালক বাস না থামিয়ে চলে যাওয়ায় রাগে বিয়ারের বোতল নিয়ে বাসে হামলা চালান ওই মহিলা। যার ফলে বাসের পেছনের আয়না নষ্ট হয়ে যায়। এরপর চালক বাস থামিয়ে মহিলাকে ধরার চেষ্টা করেন। সেই সময় আরটিসি বাসের চালককে একটি সাপ ছুড়ে মারেন ওই মহিলা। ঘটনায় আতঙ্কিত হয়ে পালিয়ে যান বাসের চালক। আরটিসি চালকের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে নল্লাকুন্টা থানার পুলিশ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)