Husband, Wife, Anal Sex and HC: স্ত্রীর সঙ্গে স্বামীর পায়ুপথে মিলন ধর্ষণ নয়, রায় উত্তরাখণ্ড হাইকোর্টের

ভারতীয় দণ্ড বিধির ৩৭৫ ধারা অনুসারে সম্মতিক্রমে স্বামী-স্ত্রীর মধ্যে যৌন মিলন ধর্ষণের আওতায় পড়ে না। সেই বিচারে স্ত্রীর সঙ্গে 'অপ্রাকৃতিক যৌন মিলন' এর জন্যে স্বামীকে দোষী সাব্যস্ত করা যাবে না।

প্রতীকী ছবি

Husband, Wife, Anal Sex and HC: স্ত্রীর সঙ্গে স্বামীর 'অ্যানাল সেক্স' বা পায়ুপথে যৌন মিলনকে (Anal Sex) ধর্ষণ হিসাবে গন্য করা হবে না। সদ্য উত্তরাখণ্ড হাইকোর্ট (Uttarakhand High Court) এক মামলায় রায় দিয়েছে, ভারতীয় দণ্ড বিধির ৩৭৫ ধারা অনুসারে স্ত্রীর সঙ্গে পায়ুপথে যৌন মিলনের জন্যে স্বামীকে দোষী সাব্যস্ত করা যাবে না। বিচারপতি রবীন্দ্র মাইথানির পর্যবেক্ষণ, দণ্ড বিধির ৩৭৫ ধারা অনুসারে সম্মতিক্রমে স্বামী-স্ত্রীর মধ্যে যৌন মিলন ধর্ষণের আওতায় পড়ে না। সেই বিচারে স্ত্রীর সঙ্গে 'অপ্রাকৃতিক যৌন মিলন' এর জন্যে স্বামীকে দোষী সাব্যস্ত করা যাবে না। আদালতে দণ্ড বিধির ৩৭৫ ধারার ব্যতিক্রমি ২ ধারায় উল্লেখ করে এও বলা হয়েছে, একজন পুরুষ এবং তাঁর স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক কখনই ধর্ষণ নয়। অর্থাৎ বিবাহত দম্পতির মধ্যে যৌন সম্পর্ক অন্তর্নিহিত রয়েছে।