Human-Carrying Drone: চিনের অনুপ্রেরণায় মানব-বাহিত ড্রোনের উদ্ভাবন, মেধাবী ছাত্রের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী
সিন্ধিয়া স্কুলের মেধাবী ছাত্র মেধাংশ ত্রিবেদী 3.5 লক্ষ টাকা খরচ করে এমএলডিটি 0 (MLDT-0) নামের ওই মানব-বাহিত ড্রোনটি তৈরি করেছেন। ড্রোনটি তৈরি করতে মেধাংশের তিন মাস সময় লেগেছে।
দেশের নিরাপত্তার খাতে বিপুল পরিমাণে ব্যবহৃত হয় ড্রোন (Drone)। রিমোট চালিত এই যন্ত্র বহু দূর উড়ে গিয়ে ক্যামেরাবন্দি করে আশেপাশের সমস্ত কিছু। তবে এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিওরে দ্য সিন্ধিয়া স্কুলের এক ছাত্র মানব বাহিত ড্রোনের উদ্ভাবন করেছেন। প্রতিবেশী দেশ চিনের (China) ড্রোন প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে মানব-বহনকারী ড্রোন তৈরি করেছেন ওই পড়ুয়া। যা ৮০ কেজি পর্যন্ত কোন ব্যক্তির ওজন বহন করতে সক্ষম বলে দাবি করছে। সিন্ধিয়া স্কুলের মেধাবী ছাত্র মেধাংশ ত্রিবেদী 3.5 লক্ষ টাকা খরচ করে এমএলডিটি 0 (MLDT-0) নামের ওই মানব-বাহিত ড্রোনটি তৈরি করেছেন। ড্রোনটি তৈরি করতে মেধাংশের তিন মাস সময় লেগেছে। স্কুল পড়ুয়ার এমন অভূতপূর্ব আবিষ্কারে অভিভূত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। ছাত্রের প্রশংসায় তিনি এক্স হ্যান্ডেল থেকে লেখেন, 'সে একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তার নিষ্ঠা ও পরিশ্রম প্রশংসার যোগ্য। আমি তার সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি'।
চিন দ্বারা অনুপ্রাণিত হয়ে মানব-বাহিত ড্রোনের উদ্ভাবন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)