Tamil Nadu's rain: টানা বৃষ্টির জের, চেন্নাই-সহ একাধিক জায়গায় বন্ধ স্কুল ও কলেজ
তামিলনাড়ুর প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে উল্লেখ্য করা হয়েছে যে, অতিরিক্ত বৃষ্টির কারণে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, কুড্ডালোর, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম, থিরুভাল্লুর ও ভেলোরের সমস্ত স্কুল ও কলেজ আগামী ৯ ডিসেম্বর ছুটি থাকবে।
চেন্নাই: বেশ কিছুদিন ধরেই অতিরিক্ত বৃষ্টির (continuous rain) কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাই (Chennai)-সহ অনেক এলাকা। পরিস্থিতি এমন জায়গা গেছে যে বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চলেই ঘরবন্দী অবস্থায় রয়েছে মানুষ। এই কারণে এবার চেন্নাইয়ের পাশাপাশি কুড্ডালোর (Cuddalore), ভিল্লুপুরম (Villupuram), কাঞ্চিপুরম (Kancheepuram), থিরুভাল্লুর (Thiruvallur) ও ভেলোরের (Vellore) সমস্ত স্কুল (schools) ও কলেজ (colleges) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
বৃহস্পতিবার তামিলনাড়ুর প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে উল্লেখ্য করা হয়েছে যে, অতিরিক্ত বৃষ্টির কারণে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, কুড্ডালোর, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম, থিরুভাল্লুর ও ভেলোরের সমস্ত স্কুল ও কলেজ আগামী ৯ ডিসেম্বর ছুটি (holiday) থাকবে।