Kangra Tea: ইউরোপীয় ইউনিয়নের GI ট্যাগ পেল হিমাচলপ্রদেশের কাঙ্গরা চা

১৯ শতাব্দী থেকে পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০-১৪০০ মিটার উঁচুতে এই চা চাষ শুরু হয়েছিল।

Photo Credits: pixabay

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাঙ্গরা (Kangra) জেলার বিখ্যাত কাঙ্গরা চা (Kangra Tea) অবশেষে পেল ইউরোপীয় কমিশনের (European Commission) জিআই ট্যাগ (GI tag)। বুধবার টুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফে।

ভারতে (India) অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের অফিসের তরফে টুইটে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত দুজনেই জিআই প্রবল সমর্থক। স্থানীয় খাদ্যপণ্য, ঐতিহ্য ও গৌরবান্বিত সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচারের জন্য উভয়েই সচেষ্ট রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ শতাব্দী থেকে পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০-১৪০০ মিটার উঁচুতে এই চা চাষ শুরু হয়েছিল। আরও পড়ুন: Amritpal Singh: অমৃতপাল সিং আত্মসমর্পণ করতে পারেন স্বর্ণ মন্দিরে? রিপোর্ট