Atal Tunnel Traffic Jam Video: বড়দিনের ছুটিতে ডেস্টিনেশন হিমাচলের পাহাড়, অটল টানেলে রেকর্ড ট্রাফিক জ্যাম, দেখুন ভিডিও

বড়দিনের ছুটিতে সিমলা, কুলু-মানালি সহ হিমাচলপ্রদেশের পাহাড়ে পর্যটকদের ব্যাপক ভিড়

Snowfall at Atal Tunnel in Lahaul Spiti Photo Credit: Twitter@ANI

বড়দিন, বর্ষবরণের ছুটি কাটাতে গোটা ভারত বিশেষ করে দিল্লিবাসি যেন হামলে পড়েছে সিমলা, কুলু-মানালিতে । আর যেখানে ভিড় হয় সেখানে হয় বিপত্তি। সোমবার বড়দিনে হিমাচল প্রদেশের রোতাং লাতে অটল টানেলে রেকর্ড ট্র্যাফিক জ্যাম। হাজার হাজার পর্যটকের ভিড়ে গাড়ির  জ্যাম ঠেলে এগোতে লেগে গেল ঘন্টা তিনেক। এমনটাই জানাচ্ছেন সেখানে যাওয়া পর্যটকরা।

গতকাল থেকেই হিমাচল প্রদেশের সিমলা ও মানালিতে প্রচুর পর্যটক ভিড়় জমিয়েছেন। এদিন সকাল থেকে আরও পর্যটক আসতে শুরু করেন। এর ফলে অটল টানেল ও সিমলা-শঙ্ঘির মধ্যে ট্রাফিক জ্যামও দেখা যায় মারাত্মকভাবে।

এদিন সকাল থেকেই অটল টানেল এর মাধ্যমে হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটনস্থলে যাওয়ার গাড়ির লম্বা লাইন দেখা যায়।

দেখুন ভিডিও

বেলা যতো বাড়তে থাকে লম্বা হতে থাকে ট্রাফিকের লাইন। পাহাড়ি রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবারই একটা লক্ষ্য পাহাড়, হিমাচলের পাহাড়- প্রকৃতি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)