Himachal Cloudburst: মেঘভাঙা বৃষ্টির পর হিমাচলের রামপুরে চলছে উদ্ধারকাজ, নিখোঁজ ৩৬

হিমাচল প্রদেশের রামপুর ও সিমলায় মেঘভাঙা বৃষ্টির পর সেখানকার অবস্থা একেবারে বিপর্যস্ত। মেঘভাঙা বৃষ্টিতে গ্রামের পর গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

Cloudburst In Himachal, Chmaba.jpg (Photo Credit: ANI/Twitter)

Himachal Pradesh Cloudburst: যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী, রাজ্য প্রশাসনের কর্মীরা এক যোগে মিলিত হয়ে উদ্ধার কাজে নেমেছেন। রামপুরে পৌঁছে সিমলার এসপি কুমার গান্ধী জানালেন, উদ্ধারকাজ চলছে। বিভিন্ন জায়গায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দীর্ঘ ৮৫ কিলোমিটার জায়গা জুড়ে চলছে উদ্ধারকাজ। সেখানকার ভৌগলিক অবস্থান উদ্ধারকাজে বেশ কঠিন হয়ে পড়ছে, কারণ বেশীরভাগ জায়গায় রাস্তা, ব্রিজ ভেঙে গিয়েছে। ড্রোনের মাধ্যমে ৩৬-৪০ জনের খোঁজ চলছে।"সেখানে আবার সন্ধ্যার পর থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ফলে উদ্ধারের কাজ আরও কঠিন হয়েছে।

দেখুন ভিডিয়ো