Heer Ghetiya: দশম শ্রেণীতে প্রথম হওয়া প্রায় ১০০ শতাংশ পাওয়া ছাত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু
সম্প্রতি গুজরাটে এসএসসি দশম শ্রেণীর পরীক্ষায় মেধা তালিকায় সবার প্রথমে থাকা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হল।
সম্প্রতি গুজরাটে এসএসসি দশম শ্রেণীর পরীক্ষায় মেধা তালিকায় সবার প্রথমে থাকা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হল। হীর ঘেতিয়া (Heer Ghetiya) নামের সেই অত্যন্ত মেধাবী ছাত্রী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যায় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছ।
দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সে ৯৯.৭০ শতাংশ নম্বর পেয়েছিল। পরীক্ষায় অবিশ্বাস্য ফলের পর হীরের ইন্টারভিউ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছিল। কিন্তু সে সবাইকে কাঁদিয়ে পৃথিবীকে বিদায় জানাল।
দেখুন খবরটি
ডাক্তাররা মৃত বলে ঘোষণার পর হীরের পরিবার তাঁর দেহ এবং চক্ষুদান করে। যাতে মেডিক্যাল কলেজে ডাক্তারদের গবেষণার কাজে সুবিধা হয়। হীর বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল।