HC On Hymen Break and Penetrative Sexual Assault: কিশোরীর উপর পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে কী জানাল আদালত
হাইমেনে টিয়ার অনুপস্থিতি বা যৌনাঙ্গে আঘাতের অভাব সবসময় একজন নির্যাতিতার সাক্ষ্যকে অবিশ্বাস করার কারণ নেই। অনুপ্রবেশের সময় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলেই যে নির্যাতিতার বক্তব্যকে অস্বীকার করা যাবে, এমন কোনও কারণ নেই। এবার এমনই জানাল অসমের (Assam) গৌহাটি হাইকোর্ট (Gauhati High Court)। বিচারপতি কৌশিক গোস্বামী বিষয়টি ব্যাখ্যা করে জানান, যে অনুপ্রবেশকারীর উপর যৌন নিপীড়নের অপরাধ হয়, তার জেরে নির্যাতিতার শরীরে তৈরি হয় ক্ষত। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পকসো আইন) এর অধীনে একটি মামলা পর্যবেক্ষণের সময় আদালত এই মত প্রকাশ করে। যে মামলায় একজন পুরুষ ১৩ বছরের কিশোরীর যৌনাঙ্গে জোর করে আঙুল প্রবেশ করায় বলে অভিযোগ। ওই ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত বলে জানিয়ে দেয় গৌহাটি আদালত।
দেখুন ট্যুইট...