Hathras Stampede:সুরজ পাল সিং ওরফে 'ভোলে বাবা' ই মহাবিশ্বের স্রষ্টা, মৃত্যুমিছিলের জন্য তাঁর কোন দোষ নেই- জানাল এক অনুগত ভক্ত (দেখুন ভিডিও)
বক্তব্য শেষ হতেই হুড়োহুড়ি লেগে যায় পায়ের ধুলো নেওয়ার জন্য। আর যার ফলে ঘটে যায় মারাত্মক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। ১০-২০ দিয়ে শুরু হলেও রাত বাড়তে বাড়তে মৃতের সংখ্যাও ছাড়িয়ে যায় ১০০
মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের হাথরাসে স্বঘোষিত এক ধর্মগুরুর ‘সৎসঙ্গ’ তথা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। তাঁর বক্তব্য শেষ হতেই হুড়োহুড়ি লেগে যায় পায়ের ধুলো নেওয়ার জন্য। আর যার ফলে ঘটে যায় মারাত্মক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। ১০-২০ দিয়ে শুরু হলেও রাত বাড়তে বাড়তে মৃতের সংখ্যাও ছাড়িয়ে যায় ১০০। আজ সকাল অবধি মৃতের সংখ্যা পৌঁছেছে ১১৬-তে।
ঘটনার পর থেকে সেই ‘সাকার বিশ্ব হরি ভোলে বাবা’কে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। পুলিশের অনুমান, ফুলরাই গ্রাম, অর্থাৎ যেখানে ওই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেখান থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ‘ভোলেবাবা’। তবে সেই স্বঘোষিত বাবার কোন দোষ নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর অনুগামীরা। সুরজ পাল সিং ওরফে 'ভোলে বাবা'-এর অন্যতম এক অনুগামী বিক্রম সিং জানান- "তিনি 'বাবা' নন, তিনি এই মহাবিশ্বের স্রষ্টা 'শ্রী নারায়ণ হরি'। যা কিছু ঘটে তার পিছনে তিনিই একজন। গতকালের ঘটনার জন্য 'নারায়ণ হরি'-এর কোনো দোষ নেই" । দেখুন সেই ভিডিও-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)