Haryana: স্ত্রী এবং তিন সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে এলোপাথাড়ি কোপ, বাড়িতে আগুন ধরিয়ে দিলেন ব্যক্তি
অভিযুক্ত ব্যক্তি পেশায় পরিবহন ব্যবসায়ী। কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে নিজের স্ত্রী এবং সন্তানদের অবচেতন করেন তিনি। এরপর ধারালো অস্ত্র দিয়ে প্রত্যেকের শরীরে এলোপাথাড়ি কোপ বসান। নির্মম হত্যাকাণ্ডের ইতি এখানে টানেননি অভিযুক্ত।
মর্মান্তিক কাণ্ড। স্ত্রী এবং তিন সন্তানকে খুন করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, হরিয়ানার (Haryana) বাহাদুরগড়ে রুদ্রপুরের বাড়িতে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে থাকতেন হরপাল। পেশায় পরিবহন ব্যবসায়ী। অভিযুক্ত ব্যক্তি কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে নিজের স্ত্রী এবং সন্তানদের অবচেতন করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে প্রত্যেকের শরীরে এলোপাথাড়ি কোপ বসান। নির্মম হত্যাকাণ্ডের ইতি এখানে টানেননি অভিযুক্ত। রক্তাক্ত দেহগুলো নিশ্চিহ্ন করতে বাড়িতেই আগুন লাগিয়ে দেয় হরপাল। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে চার মা এবং তিন সন্তানের। বাড়িটি আগুনে জ্বলতে দেখে প্রতিবেশীরাই দমকলে খবর দেয়। দমকল বাহিনী এবং পলিশ এসে আগুন নিভিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই থিমকে থ। জলসে পড়ে রয়েছে তিন মৃতদেহ।
স্ত্রী এবং তিন সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)