Ambience Mall Bomb Threat: 'কেউ পালাতে পারবে না, সবাই মরবে' শপিংমলে বোমা হামলার হুমকি, আতঙ্ক
পুলিশ এবং বোমা স্কোয়াড এসে পৌঁছয় সেখানে। তড়িঘড়ি সমস্ত লোককে শপিং মলের ভিতর থেকে নিরাপদে বার করে আনা হয়। এরপর শুর হয় বোমা উদ্ধারের কাজ।
হরিয়ানার (Haryana) গুরুগ্রামের (Gurugram) অ্যাম্বিয়েন্স মলে (Ambience Mall) বোমা হামলার হুমকি। শনিবার সকালে শপিংমল খোলার কিছুক্ষণের মধ্যে ১০টা নাগাদ ওই হুমকি ইমেল এসে পৌঁছয় মল কর্তৃপক্ষের কাছে। ততক্ষণে একে একে ক্রেতারা ঢুকতে শুরু করেছে সেখানে। শনিবার ছুটির দিন তাই সকাল থেকেই লোকের আনাগোনা শপিংমলের ভিতর। হুমকি ইমেলে জানানো হয়, 'শপিং মলের ভিতরে সকলকে হত্যা করার জন্যে ওই বোমা লাগানো হয়েছে। কেউ পালিয়ে বাঁচতে পারবে না'। বোমা হামলার হুমকি ইমেল পাওয়া মাত্রই পুলিশে খবর দেয় শপিং মল কর্তৃপক্ষ। পুলিশ এবং বোমা স্কোয়াড, ডগ স্কোয় এসে পৌঁছয় সেখানে। তড়িঘড়ি সমস্ত লোককে শপিং মলের ভিতর থেকে নিরাপদে বার করে আনা হয়। এরপর শুর হয় বোমা উদ্ধারের কাজ।
শপিংমলে বোমাতঙ্ক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)