Gujarat : গুজরাটের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাষ আবহাওয়া দফতরের

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী ৩ ঘন্টার মধ্যে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর

Rain, Representational Image (Photo Credit: Wikimedia commons)

গুজরাটের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দফতর।  যে সমস্ত স্থানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে হল, জুনাগড়, পোরবন্দর, গির সোমনাথ ।

এছাড়া হালকা বৃষ্টিপাত হতে পারে এমন এলাকাগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ, মাহেসানা, গান্ধীনগর, পাটান, আরাবল্লা, মহীসাগর, পঞ্চমহল খেরা, আনন্দ, ভাদোদরা, দাহোদ, ছোটা উদেপুর, ভারুচ, নর্মদা, সুরাট, তাপি, দেবভূমি, দ্বারকা, মোরবি, সুরেন্দ্র নগর, রাজকোট, আমরেলি, বোতাড, ভাবনগর, কচ্ছ সহ আরও বেশ কিছু এলাকায় আগামী ৩ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।

অতিরিক্ত বৃষ্টির কারণে ভারুচে ইতিমধ্যেই দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফের দল।