FM Nirmala Sitharaman: স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না, নির্দেশিকা জারির ১ দিনের মধ্যেই প্রত্যাহার কেন্দ্রের

ভারত সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকছে। স্বল্প সঞ্চয়ের ক্ষত্রে সুদের হার কমানোর একদিনের মধ্যেই তা তুলে নিল কেন্দ্র।

নির্মলা সীতারমণ (Photo Credit: PTI)

ভারত সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার  অপরিবর্তিত থাকছে। স্বল্প সঞ্চয়ের ক্ষত্রে সুদের হার কমানোর একদিনের মধ্যেই তা তুলে নিল কেন্দ্র। ২০২০-২০২১ অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যে সুদ মিলছিল, তাই বলবৎ থাকবে। ২০২১-এর মার্চের আগে যে হারে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ মিলছিল, তেমনটাই থাকবে। গতকাল অর্থাৎ ৩১ মার্চ কেন্দ্রের তরফে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কমানোর যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হল।