Golden Tiger Seen In Kaziranga National Park: কাজিরাঙ্গার জঙ্গলে হঠাৎ দেখা মিলল বিরল প্রজাতির সোনালি বাঘের, উচ্ছ্বসিত পর্যটকরা

Golden Tiger at Kajiranga (Photo Credit: X@News18India)

গত ৪ ডিসেম্বর (বুধবার) বিকেলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোহরা রেঞ্জে জঙ্গল সাফারিতে গিয়েছিল পর্যটকদের একটি দল। সেখান থেকে ফেরার পথে পর্যটকদের গাড়ির সামনে চলে এল বিরল প্রজাতির একটি গোল্ডেন টাইগার বা সোনালি বাঘ। হেঁটে যাওয়ার সময় পর্যটকদের দিকে একবার ফিরেও তাকায় সেটি। এত কাছ থেকে সোনালি বাঘের দেখা পাওয়ায় খুশি পর্যটকরা। সোনালি বাঘের হাঁটাচলা, ফিরে তাকানোর ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বছরে হাতে গুনে দু'-একবার বিরল প্রজাতির সোনালি বাঘের দেখা মেলে, সেখানে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বছর শেষে দেখা মিলল বিরল সোনালি বাঘের। যা অত্যন্ত বিরল ঘটনা।জেনেটিক পরিবর্তনের কারণে এই প্রজাতির বাঘের গায়ে কালো দাগ থাকে না, এমনকি কমলা রঙটাও কিছু সময়ের পর ফ্যাকাশে হয়ে যায়। তাই সোনালি রঙের দেখতে লাগে এই বাঘকে।

গোটা বিশ্বে বর্তমানে গোল্ডেন টাইগার বা সোনালি বাঘের সংখ্যা দশ হাজার। যার মধ্যে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে চারটি সোনালি বাঘ রয়েছে। ২০২৪ সালে জানুয়ারি মাসে একটি সোনালি বাঘের দেখা পাওয়া গিয়েছিল।

২০২৪ সালের সোনালি বাঘের ভিডিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now