Gajraja Balarama Passes Away:কর্ণাটকের মহীশূর থেকে এল দুঃসংবাদ, গজরাজা বলরামের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (টুইট দেখুন)
মাইসোর দশেরার সবচেয়ে বড় আকর্ষণ হল হাতি নিয়ে শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রার অন্যতম ছিলেন গজরাজ বলরাম। রাজার নিজস্ব ব্যান্ডবাদক দল, সুসজ্জিত হাতি, ঘোড়ার পিঠে রাজসেনা, পাইক, পেয়াদা নিয়ে রাজপ্রাসাদের সামনে রাজপথে রওনা দিত সে শোভাযাত্রা।
দুঃসংবাদ এসেছে।
মাইসোর দশেরার সবচেয়ে বড় আকর্ষণ হল হাতি নিয়ে শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রার অন্যতম ছিলেন গজরাজ বলরাম। রাজার নিজস্ব ব্যান্ডবাদক দল, সুসজ্জিত হাতি, ঘোড়ার পিঠে রাজসেনা, পাইক, পেয়াদা নিয়ে রাজপ্রাসাদের সামনে রাজপথে রওনা দিত সে শোভাযাত্রা। শোভাযাত্রায় বলরামের পিঠে চড়েই চামুণ্ডেশ্বরীর মূর্তি নিয়ে যাওয়া হত সোনার মন্তাপাতে। আজ সকালে আচমকাই সেই গজরাজ বলরামের মৃত্যু হয়। পশু হলেও মাইসোরে তার গুরুত্ব ছিল অপরিসীম।একটি টুইটবার্তায় গজরাজ বলরামের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। । কি লিখলেন তিনি টুইটে-
তাঁর শোক বার্তায়, প্রধানমন্ত্রী বলেছিলেন যে বহু বছর ধরে, গজরাজ বলরাম মহীশূরে আইকনিক দশেরা উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। মা চামুণ্ডেশ্বরীর মূর্তির জন্য মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তার মৃত্যু দুঃখজনক। প্রশান্তি।
For many years, Gajraja Balarama was a key part of the iconic Dasara celebrations in Mysuru. People fondly recall him carrying the Murthy of Maa Chamundeshwari. His passing away is saddening. Om Shanti. pic.twitter.com/McmDCeOCsf
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)