G20 Summit: অতিথিদের হাতে ভারতের গণতন্ত্র, গৌরবময় ইতিহাসের বুকলেট
জি ২০ (G20 Summit) সম্মেলন সবে সবে শেষ হয়েছে। গত ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে বসে জি ২০ সম্মেলন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) থেকে ব্রিটেনের প্রেসিডেন্ট ঋষি সুনকরা হাজির হন। জি ২০ আওতাভুক্ত দেশের পাশাপাশি বাংলাদেশ, সৌদি আরবের মত একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদেরও দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়। ভারতের (India) সঙ্গে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুদ করতে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় দিল্লিতে (Delhi)। জি ২০ সম্মেলনে হাজির বিভিন্ন দেশের অতিথিদের হাতে তুলে দেওয়া হয় একটি করে বুকলেট। যেখানে ভারতের (Bharat)গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরা হয়। ভারতবর্ষের গৌরবময় ঐতিহ্যের পাশাপাশি এ দেশের গণতন্ত্র এবং তার কাঠামো সম্পর্কেও বিদেশের অতিথিদের জানানো হয়। জি ২০ সম্মেলনে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় যে বুকলেট, তা দেখুন...
দেখুন কী কী রয়েছে বুকলেটে...
ক্লিক করুন এই লিঙ্কে