Lok Sabha Elections Results 2024: ভাগ্যলক্ষ্মী মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, আশাবাদী বিজেপির সংখ্যাগরিষ্ঠতায়
কেন্দ্রীয় মন্ত্রী এবং সেকেন্দ্রাবাদ লোকসভা আসনে বিজেপি প্রার্থী এই মুহূর্তে কংগ্রেস প্রার্থী দানাম নাগেন্দ্র ৪৩,০৯০ ভোটে এগিয়ে রয়েছেন
বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি (G. Kishan Reddy) মঙ্গলবার বলেছেন যে বিজেপি রেকর্ড তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করবে। ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দেওয়ার পর কিষাণ বলেন, 'দেবী ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সরকার গঠন করবে। তেলেঙ্গানায় দলের পারফরম্যান্স সম্পর্কে কিষাণ রাজ্যে বিজেপির দুই অঙ্কের আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।' এক্সিট পোল নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে মোদী ভোট বলেও কটাক্ষ করেন বর্ষীয়ান বিজেপি নেতা। ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সেকেন্দ্রাবাদ লোকসভা আসনে বিজেপি প্রার্থী এই মুহূর্তে কংগ্রেস প্রার্থী দানাম নাগেন্দ্র ৪৩,০৯০ ভোটে এগিয়ে রয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তেলেঙ্গানার ১৭টি আসনে বেশ কয়েকজন মূল প্রার্থী লড়াইয়ে ছিলেন। তেলেঙ্গানায় ১৭টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ৮টিতে, বিজেপি এগিয়ে ৭টি এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ২টি আসনে। Lok Sabha Elections Results 2024: 'স্মৃতি'হারা হতে চলেছে আমেঠি! কিশোরী লালের 'হাত' ধরে ফিরছে গান্ধী গড়!
দেখুন পোস্ট