VS Achuthanandan Passed Away: প্রয়াত ১০১ বছরের বর্ষীয়ান সিপিআইএম নেতা ভিএস অচ্যুতানন্দন, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া
প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা (CPIM Leader) ভি এস অচ্যুতানন্দন (VS Achuthanandan)। সিপিআইএম নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Kerala CM) মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। বর্ষীয়ান সিপিআইএম নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। ভি এস অচ্যুতানন্দনের মৃত্যুর খবর পেতেই তাঁকে শ্রদ্ধা জানাতে যান কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সেই কে এন বেণুগোপাল-সহ দলের একাধিক নেতা অচ্যুতানন্দের মৃত্যুর খবর পেতেই হাসপাতালে চলে যান। গত ২৩ জুন হৃদরোগে আক্রান্ত হন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ত্রিবান্দ্রামের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই বেসরকারি হাসপাতালেই চলছিল ভি এস অচ্যুতানন্দনের চিকিৎসা। তবে হাসপাতালে ভর্তি হওয়ার এক মাস অতিক্রান্ত হওয়ার আগেই বর্ষীয়ান সিপিআইএম নেতার মৃত্যুর খবর মেলে।
প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)