Srinagar Fire: শ্রীনগরে গাড়ি মেরামতির কারখানায় ভয়াবহ আগুন! দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, দেখুন ভিডিও
বৃহস্পতিবার সকালে আগুন লাগল গাড়ি মেরামতির ওয়ার্কশপে। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। এদিন সকালে কারখানার কর্মীরা প্রথমে আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীতে খবর দেয়।
বৃহস্পতিবার সকালে আগুন লাগল গাড়ি মেরামতির ওয়ার্কশপে (Automobile Repair Workshop)। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আসে। বেশ কয়েকঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু আগুন দেখতে পেয়ে অনেক কর্মীরাই আতঙ্কিত হয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে এলেও ওয়ার্কশপের একাংশ ভষ্মীভূত হয়ে যায়। কীভাবে এই ঘটনাটি ঘটল তা এখনও জানা না গেলেও অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই ঘটনাটি ঘটেছে।