Fact Check: প্রতিদিন ১.২৫ লক্ষ টাকার মুনাফার প্রচারে মোদী? জানুন সত্যি
সোশ্যাল মিডিয়ায় (Social Media) বর্তমানে ভুরি ভুরি মিথ্যের চল। সেই মিথ্যের ঝুরি থেকে কোনটা ঠিক, কোনটা ভুল, তা বেছে নিতে গিয়ে মানুষের ঘাম ছুটছে। এবার তেমনই একটি খবর ছড়াল। যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) লগ্নির প্রস্তাব দিচ্ছেন। যে লগ্নি প্রস্তাবে প্রত্যেক দিন ১.২৫ লক্ষ টাকার মুনাফা হবে বলে খবর ছড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের কোনও লগ্নি প্রস্তাব দেবেন কি না, তা নিয়ে জোর প্রশ্ন উঠতে শুরু করে মানুষের মনে। শেষে এ বিষয়ে সামনে এল ফ্যাক্ট চেক। পিআইবির ফ্যাক্ট চেকে (PIB Fact Check) স্পষ্ট জানানো হয়, ২১ টাকার টাকার লগ্নিতে প্রতিদিন যে ১.২৫ লক্ষ টাকার মুনাফার কথা শেয়ার করা হয়, তা পুরোপুরি মিথ্যে। প্রধানমন্ত্রী এই ধরনের কোনও প্রচার করেননি। যে খবরগুলি ছড়াচ্ছে, তা পুরোপুরি ভুয়ো বলেই জানা যাচ্ছে পিআইবির ফ্যাক্ট চেকে।
জানা যাচ্ছে, এই ধরনের লগ্নির ভিডিয়ো কেন্দ্রীয় সরকারের তরফে কখনও লঞ্চ করা হয়নি।
প্রধানমন্ত্রী মোদী কিংবা কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও প্রকল্পের সঙ্গে কোনওভাবে যুক্ত নন বলে জানানো হয়েছে।
দেখুন কী জানাল পিআইবি ফ্যাক্ট চেক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)