Kerala: কেরলে বাম সরকার ফেরার দু বছর পূর্তি, পিনরাই বিজয়নের বিরুদ্ধে কালা দিবস পালন
দু বছর আগে কেরলে পালাবদলের হাওয়া দারুণভাবে সামলে ক্ষমতায় ফিরছিল সিপিএমের পিনরাই বিজয়নের সরকার।
দু বছর আগে কেরলে পালাবদলের হাওয়া দারুণভাবে সামলে ক্ষমতায় ফিরছিল সিপিএমের পিনরাই বিজয়নের সরকার। কেরল মানেই প্রতি পাঁচ বছর সরকার বদল। এমন বিশ্বাসটা বদলে ১৪০ আসনের কেরল বিধানসভায় সিপিএমের নেতৃত্ব এলডিএফ ৯৯টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিল। তার মধ্যে সিপিএম জিতেছিল ৬২টি, সিপিআই ১৭টি-তে। অন্যদিকে, ২১টি আসনে জিতে কংগ্রেসকে থাকতে হয়েছিল বিরোধী আসনে। কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জিতেছিল ৪১টি-তে।
এই দু বছর কেরলের রাজনীতিতে বয়ে গিয়েছে অনেক জল। দুর্নীতি, অপশাসনের অভিযোগ উঠেছে পিনরাই বিজয়নের বিরুদ্ধে। বিজয়নের সরকারের দু বছর পূর্তিতে কালো পতাকা উড়িয়ে কালা দিবস করলেন বিরোধীরা। আরও পড়ুন-রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে ভারতে আসছেন ভুটানের রাজা
দেখুন টুইট